কোলাঘাটে বড়িশা স্বামীজি একাডেমির উদ্যোগে তৃষ্ণা নিবারণ কেন্দ্র অর্থাৎ জলছত্র’র আয়োজন কোলাঘাট রাজপথে।

0
32

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অধিক তাপমাত্রা ক্ষেত্রে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস, এই মত অবস্থায় শারীরিক দিকের উপর নজর রেখে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের তরফে,সেই জেলার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে, এই অধিক তাপমাত্রায় সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবং তাদের তৃষ্ণার নিবারণের ক্ষেত্রে কোলাঘাটের বড়িশা স্বামীজি একাডেমির উদ্যোগে তৃষ্ণা নিবারণ কেন্দ্র অর্থাৎ জলছত্রের আয়োজন করা হয়, রবিবার কোলাঘাট রাজপথে পথ চলতি সাধারণ মানুষের হাতে এই দিন বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল তুলে দেওয়া হয়, ইতিমধ্যেই ৪৬ ডিগ্রি তাপমাত্রা পার হয়েছে তবে আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তনের কারণে খুব তাড়াতাড়ি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে,তবে যতদিন না তাপমাত্রা স্বাভাবিক হবে ততদিন এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।