যাদবপুর, নিজস্ব সংবাদদাতা:- রাত পোহালেই তৃতীয় দফার ভোট। আর ভোটপর্ব যতই এগিয়ে আসছে অন্যান্য কেন্দ্র গুলিতে প্রচারের তীব্রতা ততই বাড়ছে প্রার্থীদের মধ্যে। যতটুকু সময় বাকি রয়েছে সেই টুকু সময় নষ্ট করতে চাইছেন না কেউই। পিছিয়ে নেই যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ও। প্রতি দিনের মতন এদিন ও তিনি নিয়ম করে পালন করলেন জনসংযোগ কর্মসূচি।
আজ, যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত টালিগঞ্জ মন্ডল ৩ – এ শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের সমর্থনে জনসংযোগ যাত্রায় অংশ নিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের স্নেহধন্য ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় মহাশয়। সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় মানুষজন। সকলের প্রার্থনা ও আশীর্বাদে শ্রী নরেন্দ্র মোদী মহাশয় পুনরায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে জানান, যে ভাবে তিনি প্রতিদিনের প্রচারে মোদী র সপক্ষে মানুষের সমর্থন, আর্শীবাদ ও ভালোবাসা পাচ্ছেন – তাতে তিনি নিশ্চিৎ মাননীয় নরেন্দ্র মোদী পুনরায় তৃতীয় বারের জন্য দেশের প্রধান মন্ত্রী হবেন।