নিজস্ব সংবাদদাতা, মালদা:- ডিসিআরসি সেন্টারে সমস্যায় ভোট কর্মীরা। ভোট কর্মীদের ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়ে গেলেও পুলিশ টেগিং এ লম্বা লাইন ভোট কর্মীদের এমনই ছবি উঠে এলো উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মালদা কলেজ ডিসিআরসি সেন্টারে। ভোট কর্মীদের অভিযোগ দীর্ঘ ঘন্টা দুয়েক ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও পুলিশ টেগিং মিলছে না। যার কারণে সমস্যায় ভোট কর্মীরা। সমস্ত সরঞ্জাম নেওয়া হয়ে গেলেও রাজ্য পুলিশের টেগিং এ লম্বা লাইন যার কারণে সমস্যায় বহু ভোট কর্মীরা। তাদের দাবি একটি কাউন্টার করা হয়েছে পরবর্তীতে দুটো বা তিনটে কাউন্টার করলে সমস্যায় পড়তে হতো না।