নিজস্ব প্রতিবেদক, বীরভূমঃ- ৫মে বীরভূমে মুখ্যমন্ত্রীর সভার আগে সকাল থেকেই এবার নির্বাচনী প্রচারে বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় ও বোলপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মালের সমর্থনে দুয়ারে ওয়েবকুপা । এদিন মুখ্যমন্ত্রীর সভার আগে থেকেই বীরভূম ও বোলপুরের মানুষদের মুখ্যমন্ত্রীর জনসভায় অংশ নেওয়া ও বীরভূম, বোলপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে দুয়ারে দুয়ারে ওয়েবকুপার রাজ্য নেতৃত্ব অধ্যাপক মনোজিৎ মন্ডল, অধ্যাপক মহীতোষ গায়েন ও অধ্যাপক সমীর চট্টোপাধ্যায় সহ বীরভূম জেলা ওয়েবকুপা প্রচার নামে। দুই শতাধিক বাড়িতে তারা মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নানা খতিয়ান তুলে ধরেন এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি ও মিথ্যা প্রতিশ্রুতি, গোটা বাংলা সহ দেশে বিভেদের রাজনীতি, মিথ্যাচার ছড়ানোর বিরুদ্ধে এবং একশো দিনের কাজ, আবাস যোজনা ও শিক্ষাখাতে ১৭৫৪.৭৯ কোটি বকেয়া পাওনা টাকা বঞ্চনা, দ্রব্যমূল্য, বেকারত্বের বৃদ্ধির জন্য মোদি সরকারের অপদার্থতা ও নৈরাজ্যের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষে জন সমর্থন গড়ে তোলেন। ওয়েবকুপার রাজ্য সভাপতি অধ্যাপক ব্রাত্য বসুর পরিকল্পিত পথে ওয়েবকুপার এই ত্রয়ী রাজ্য নেতৃত্ব ও স্থানীয় ওয়েবকুপা যে কর্মসূচি পালন করছে তা দল ও সংগঠনের ক্ষেত্রে সুফলদায়ক বলে আমজনতা মনে করছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা বীরভূমে মুখ্যমন্ত্রীর সভার আগে সকাল থেকেই এবার নির্বাচনী প্রচারে দুয়ারে ওয়েবকুপা।