৬২ টি হরিণের সিং পুড়িয়ে দিল বন দফতর।

0
95

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ হাতির দাঁতের পর এবার হরিণের সিং পুড়িয়ে ফেলল বাঁকুড়ার বন দফতর। আজ বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকের একটি কারখানায় উচ্চ তাপমাত্রায় হরিণের ৬২ টি সিং পুড়িয়ে ফেলা হয়। বণ্যপ্রানীর দেহাংশের চোরাকারবারি রুখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে বন দফতর।

বাঁকুড়ার বিভিন্ন জঙ্গল বণ্যপ্রাণ সমৃদ্ধ। জঙ্গলে হাতি ও হরিণ ছাড়াও বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী সারাবছর বসবাস করে। গত তিন দশকেরও বেশি সময় ধরে বাঁকুড়ার বিভিন্ন বন বিভাগে কমবেশি ৫৭ টি হাতির দাঁত জমা হয়েছিল। গত আট থেকে দশ বছর ধরে ধীরে ধীরে বাঁকুড়া দক্ষিন বনবিভাগের গুদামে জমা হয়েছিল ৬২ টি হরিণের সিং। সম্প্রতি বণ্যপ্রাণ সংরক্ষণ আইনে বন দফতরের হাতে জমে থাকা এই ধরণের প্রাণীর দেহাংশ দ্রুত ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। এরপরই গত ডিসেম্বর মাসের গোড়ায় বাঁকুড়া উত্তর, বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুর এই তিনটি বনবিভাগের গুদামে মজুত থাকা হাতির মোট ৫৭ টি দাঁত উচ্চ তাপমাত্রায় ধ্বংস করে দেয়। এরপরই মজুত থাকা হরিণের সিং ধ্বংস করার সিদ্ধান্ত নেয় বন দফতর। আজ বন দফতরের তরফে বড়জোড়ার একটি বেসরকারি কারখানার চুল্লিতে উচ্চ তাপমাত্রায় ও কড়া নিরাপত্তার মধ্যে হরিণের ওই ৬২ টি সিং পুড়িয়ে ফেলা হয়। বন দফতরের দাবী বণ্যপ্রাণের দেহাংশের চোরাকারবারি রুখতেই এই উদ্যোগ।