উত্তর মালদার লোকসভা কেন্দ্রের মালদা বিধানসভার অন্তর্গত সোনা ঝুড়ি সহ বেশ কিছু এলাকায় ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

0
36

নিজস্ব সংবাদদাতা, মালদা–-উত্তর মালদার লোকসভা কেন্দ্রের মালদা বিধানসভার অন্তর্গত সোনা ঝুড়ি সহ বেশ কিছু এলাকায় ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এলাকায় মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা ছুটে যান। কথা বলেন ভোটারদের পাশাপাশি দলীয় কর্মীদের সাথে।
বিজেপির বিধায়ক গোপাল সাহা অভিযোগ সোনাঝুরি বাসুদেবপুর সহ আরো বেশ কিছু এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটারদের প্রবাহিত করার পাশাপাশি ভোটারদের চাপ সৃষ্টি করছে। যদিও তৃণমূল কংগ্রেসের এইচ এস চেষ্টা কার যত সফল হবে না। ভোটাররা বিজেপির সাথে রয়েছে। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের এবার বিজেপি প্রার্থী খগেন মুর্মু জিততে চলেছে। তৃণমূল কর্মীর পাশাপাশি পুলিশ কিছু অফিসার রয়েছে তারাও তৃণমূল কংগ্রেসকে জেতার চেষ্টা করছে হবিবপুর থানার আইসি ইতিমধ্যেই নির্বাচন কমিশন তাকে বদলি করেছে। আদিবাসী সাঁওতাল নেতা শ্যামল হাজদা কেউ হুমকি দেয়া হচ্ছে। বিজেপি করা হচ্ছে বলে। তৃণমূল কংগ্রেসের মাথাব্যথা হয়েছে ।বিজেপির পক্ষেই মানুষ ভোট দিচ্ছে।
পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চল সভাপতি দুঃখ ঠাকুর জানান বিজেপি তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন বিজেপি নিজেরায় ভোটারদের প্রবাহিত করছে । ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে কোন ঝুট ঝামেলা নেই। তৃণমূল কংগ্রেসের পক্ষ দিয়ে কোন ভোটারদেরকে আমরা প্রভাবিত করছি না বরঞ্চ বিজেপি টাকা দিয়ে ভোটারদেরকে প্রবাহিত করছে। এর আগের যিনি সংসদ ছিলেন খোপের মূর্তি নিয়ে এলাকায় কোন কাজ করেননি ফলে । মানুষের এবার তৃণমূলের পক্ষে ভোট দিবেন।