নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —- রাস্তা চাই ব্রিজ চাই এই স্লোগান কে সামনে রেখে অবস্থান বিক্ষোভ রাস্তা পলে ভোট দেবো, ভোট বয়কট । হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয় ১২২ নম্বর বুথ, সাড়ে তেরোশো ভোটার।সকাল থেকে বিকেল হতেই ভোট কেন্দ্রে ভোট পরেছে ২ এমন টাই অভিযোগ গ্রামবাসীর এই ঘটনার খবর পেয়ে , মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয় ১২২ নম্বর বুথে বাসীন্দারা।জানতে পেরে নির্বাচন কমিশন ভোট কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখা থাকে।সদর এস ডি ও সহ হবিবপুর ব্লকের বিডিও ঘটনা স্থলে আসেন সন্ধ্যা নাগাদ ইভিএম মেশিন সহ ভোট কর্মীদের নিয়ে আসার সময় পুলিশ আফিসার সহ পুলিশ কর্মীর উপর হামলা চালায়।পুলিশ কর্মীর অভিযোগ ভোট কর্মী সহ পুলিশ কে লক্ষ্য করে ইট পাটকেল ছুরে এক ঘটনা স্থালে এক পুলিশ অফিসেরে মাথায় আঘাত লাগে,এছাড়াও আরো চার মহিলা পুলিশ কর্মীর মাথায় ও হাতে লাগে এছাড়াও হবিবপুর থানার মহিলা এ এস আই মাথা ও হাতে চোট লাগে, তারা দুজনেই বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করতে আসেন, ও বেশ কয়েকজন ভোট কর্মী ও আহত হন পাশাপাশি সরকারি অফিসার সহ পুলিশ কর্মীদের গাড়ি ও ভাঙচুর করে গ্রামবাসীরা, এ নিয়ে এলাকার থমথমে রয়েছে জোট কলমে