ICSE পরিক্ষায় পাশের হারে খারাপ ফল বাংলার, জয়জয়কার মেদিনীপুরে।

0
60

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রকাশিত হয়েছে ২০২৪ এর ICSE এবং ঈশ্চ পরীক্ষার ফলাফল।পশ্চিবঙ্গের ICSE এবং ISC পরীক্ষার ফলাফল সার্বিক খারাপ হলেও মেদিনীপুরের ফলাফল। সার্বিকভাবে ICSE এবং ISC পরীক্ষায় পাশের হার যত, তার থেকে পশ্চিমবঙ্গে পাশের হার কম। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) পরিসংখ্যান অনুযায়ী, সার্বিকভাবে ICSE পরীক্ষার পাশের হার হল ৯৯.৪৭ শতাংশ। আর পশ্চিমবঙ্গে ৯৭.৮ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, সার্বিকভাবে ISC পরীক্ষায় পাশের হার হল ৯৮.১৯ শতাংশ। যা পশ্চিমবঙ্গে কমে ৯৭.৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে সার্বিক ফলাফলের মতোই পশ্চিবঙ্গেও ICSE এবং ISC পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রীরা ভালো ফল করেছেন। রাজ্যের ফলাফল খারাপ হলেও মেদিনীপুরে ফলাফল ভালো হয়েছে। দুই মেদিনীপুরে প্রায় ২৫ টির মতো স্কুল রয়েছে। সেখানে পাশের যথেষ্ট ভালো। ভালো শতাংশের হারেও ভালো জায়গা করেছে মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এপেক্স একাডেমির ছাত্র অনির্বাণ বেরা ৯৯.০৪ শতাংশ পেয়েছে,এছাড়াও ৯৮,৯৭,৯৬ সহ ৯০ শতাংশের মধ্যে নাম্বার পেয়ে পাশ করেছে। স্কুলের মোট ৯৩ জন পরীক্ষার্থী ছিলো। প্রত্যেকেই ভালো নম্বর পেয়ে পাশ করেছে। এছাড়াও দুই মেদিনীপুরের পড়ুয়ারা ভাল নাম্বার পেয়ে পাশ করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করেছে।।