থ্যালাসেমিয়া রোগ নির্মূল করার লক্ষ্যে এবং কবিরগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে চন্দ্রকোনারোডে রক্তদান শিবিরের আয়োজন।

0
44

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- থ্যালাসেমিয়া রোগ নির্মূল করার লক্ষ্যে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিন উপলক্ষে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়,জানা গিয়েছে এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৫৫ জন রক্তদাতা রক্ত দান করেন, এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি কার্তিক দাস,সহ-সভাপতি প্রভাস চৌধুরী,সম্পাদক সুশান্ত দাস, অমিত মজুমদার, শেখর কুন্ডু, সঞ্জয় সরকার, রাকেশ ঘোষ সহ অন্যান্য ক্লাব সংগঠনের সদস্য এবং স্থানীয় বিশিষ্ট সমাজ সেবীরা, তবে আগামী দিনেও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে একাধিক সমাজ সেবক মূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলে ক্লাব সংগঠনের তরফে জানানো হয়েছে।