চাকদহ ব্লকের ঘেঁটুগাছি জিপির ৩০টি বুথে প্রচার করলেন বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী অলকেশ দাস।

0
45

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-   বুধবার ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথের ঠাকুরে জন্ম দিবস পালন করেই চাকদহ ব্লকের ঘেঁটুগাছি জিপির ৩০টি বুথে প্রচার করলেন বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী অলকেশ দাস। এলাকায় ব্যাপক সাড়া।সাধারণ খেটে খাওয়া মানুষ ফুল দিয়ে সংবর্ধনা দিলেন অলকেশ দাসকে। সাধারণ মানুষের সাথে কথা বললেন। শুনলেন তাদের অভাব অভিযোগের কথা শুনলেন এবং সাধারণ মানুষ উজ্জীবিত হয়ে আবার তারা পুরনো দিনেই ফিরে আসবেন কথা দিলেন প্রার্থী অলকেশ দাস কে। প্রচার শেষে প্রার্থী কে নিয়ে আসলেন ঘেটুগাছি থেকে সোজা ৩৪ নম্বর জাতীয় সড়ক হয়ে চাঁদুরিয়া এক নম্বর জিপির হাটের মাঠে। পার্টি অফিসের সামনে সেখান থেকেই প্রচার শুরু করেন হুটখোলা গাড়িতে অলকেশ দাস সাথে সিপিআই(এম)এর বিশ্বনাথ গুপ্ত,স্বর্ণেন্দু দত্ত,তাপস বসু,বিকাশ বিশ্বাস এবং রুপক সেনগুপ্ত বামফ্রন্টের শরীক সিপিআই এর নূরনবী ভাগারিয়া,জাতীয় কংগ্রেসের খোকন সিংহরায়,আরসিপিআই এর তাপস মজুমদার সহ অন‍্যান‍্য নেতৃত্ব,মহিলা নেতৃত্ব কর্মী সমর্থক বৃন্দসাধারণ মানুষের চাহিদা খাদ‍্য বস্ত্র ও বাসস্থান। দুই সরকারের টানাপরেনের ফলে, খেটে খাওয়া গরীব মেহনতী মানুষের প্রান ওষ্টা গত।লোকসভা ভোটে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত অলকেশ দাস কে জেতাতে শুধু সময়ের অপেক্ষায়।চাকদহ ব্লকের প্রতিটি কোনায় ঘুরছেন। আবাস যোজনার ঘর,পানীয় জলের সমস‍্যা এবং রাস্তার কথা তুলে ধরছেন তারা।চাঁদুড়িয়া এক নম্বর জিপির শিমুরালি স্টেশন সংলগ্ন হাটের মাঠ থেকে প্রচার শুরু ব্রম্ভপাড়া,মানুষমারা,বলিদাপাড়া,মালোপাড়া,মলিচাগড় গ্রামে নাজিমা ভাগারিয়া প্রার্থীর হাতে রক্ত পতাকা তুলে দেন। ফুল ছড়িয়ে সংবর্ধনা শিখা সিংহ রায়,মাধবী পাল,রোশনারা ভাগারিয়ারা। এরপর সরডাঙ্গা হয়ে মনসাপোতা শিমুরালি রেলগেট হয়ে শিমুরালি বাজারে তেঁতুল তলায় গিয়ে প্রচার শেষ হয়।চাকদহ ব্লকের বালি ও মাটি মাফিয়া ও তোলাবাজিদের যে দৌরাত্ম্য তার যোগ্য জবাব দিতে তৈরী চাকদহ বিধান সভার মানুষ।নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা তিনি বলেন,লক্ষ্মীর ভান্ডার চাইনা আমাদের সন্তানদের চাকরি হোক তবে সৎপথে।বিবাহ যোগ‍্য সন্তানদের বিয়ে দিয়ে পাচ্ছি না চাকরি না পাওয়ার কারনে।