বিজেপি প্রার্থীর অমৃতা রায়ের সমর্থনে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, উচ্ছ্বাসকর্মী সমর্থকদের।

0
78

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:-  পাখির চোখ নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। তাই একের পর এক হেভিওয়েট নেতারা আসছেন,কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে ভোট প্রচার করতে। সেরকমই আজ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কালিগঞ্জ বিধানসভার অন্তর্গত,দেবগ্রাম মন্ডল ২ এলাকায় রোড শো এর মাধ্যমে,কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে ভোট প্রচার করলেন। এদিন এই রোড শো তে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় সহ একাধিক বিজেপি কর্মকর্তারা। তবে মিঠুন কে একবার সামনে থেকে দেখতে সাধারণ মানুষের উচ্চাসও ছিল চোখে পড়ার মতো। যদিও অমৃতা রায়ের সমর্থনে ইতিমধ্যে দু দুটি সভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক সভা করেছেন অমৃতা রায়ের সমর্থনে। কিছুদিন আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রার্থীর সমর্থনে এসে রোড শো করে তৃণমূলকে হুঁশিয়ারিও দিয়েছেন, এবং করেছেন ভোট ভিক্ষা। অপরদিকে জমি ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু -দুটি সভা করেছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যে সভা করে মানুষের কাছে ভোট ভিক্ষা করেছেন,কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর হয়ে।এতে করেই বোঝা যাচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র পাখির চোখ করে এগোচ্ছে শাসক-বিরোধী শিবির। এক চুলও জমি ছাড়তে নারাজ রাজ্যের প্রধান দুই প্রতিপক্ষ। একদিকে যখন তৃণমূল কংগ্রেস সি এ এ নিয়ে সড়ব হয়ে সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন,অপরদিকে বিজেপি নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে এই বার্তা দিয়ে মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার বার্তা দিচ্ছেন। কোন সময় তৃণমূলের মুখে উঠে আসছে লক্ষীর ভান্ডারের কথা। অপরদিকে বিজেপির মুখে আসছে তৃণমূলের দুর্নীতির কথা। কার্যত শাসকবিরোধী শিবিরের এই ভোট প্রচারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।যদিও ভোট বাক্সে কি প্রভাব পড়ে তার দিকেই তাকিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ। আদেও প্রাক্তন সংসদ মহুয়া মৈত্র এর ওপর ভরসা রাখেন কৃষ্ণনগর বাসী নাকি অমৃতা রায় কে জিতিয়ে নতুন সংসদ নির্বাচিত হয় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সেটাই এখন দেখার।