লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক শ্রমিকের, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ অন্যান্য শ্রমিকদের।

0
35

নদীয়া, নিজস্ব সংবাদদাতা: – বুধবার কাজে এসে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে ফুড সাপ্লাই কর্পোরেশনের গোডাউনে। মৃত ঠিকা শ্রমিকের নাম ভোলা সেন। বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ি গয়েশপুর পুরসভার বেদিভবন কানপুর এলাকায়। তাঁর স্ত্রী ও একটি সন্তানও রয়েছে।
ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ। কিন্তু অন্যান্য শ্রমিকরা মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষতিপূরণের দাবিতে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মৃতের স্ত্রী ও পরিবারের সদস্যরাও। তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
জানা গেছে, এদিন কাজে এসে সাইকেলে চেপে গোডাউনের সাটার খুলতে যাচ্ছিলেন ওই শ্রমিক। এসময় গোডাউনে ঢুকছিলো একের পর এক লরিভর্তি চাল-গম। একটি লরি অপর একটি লরিকে ওভারটেক করতে গিয়ে সাইকেল-সহ ওই শ্রমিককে পিষে দেয়। তাঁর মাথা থেঁতলে যায়। যদিও মৃতদেহটি উদ্ধার করেছে কল্যানি থানার পুলিশ, এছাড়াও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।