ইসরোতে মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেলো দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের নবম শ্রেণির ছাত্রী অর্পিতা সাহা।

0
72

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১০ ই মে: ইসরোতে মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেলো দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের নবম শ্রেণির ছাত্রী অর্পিতা সাহা। ইসরোর সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষার মাধ্যমে ওই সুযোগ পেয়েছে অর্পিতা। তাই ইসরো থেকে ১৪ দিনের জন্য একটি ইয়ং সায়েন্টিস্ট প্রগ্রামে ডাক পেয়েছে সে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেশ সেন্টারে ১৪ দিন ধরে পঠনপাঠন সহ নানা গভেষনামূলক প্রশিক্ষণের সুযোগ থাকবে। আগামীতেও মহাকাশ গভেষণা নিয়েও পড়ার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, রাজ্যে জুড়ে নামমাত্র পড়ুয়া ইসরো থেকে ডাক পেয়ে থাকে। তার মধ্যে পতিরামের অর্পিতা রয়েছে বলে জানা গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া জেলা জুড়ে।

জানা গিয়েছে, অর্পিতা সাহা পতিরাম বিবেকানন্দ গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। উপাসনার বাবার নাম দীপঙ্কর সাহা। বাড়ি পতিরাম থানার বাহিচা এলাকায়। তিনি হাটে হাটে ধান চালের ব্যবসা করেন। গত মার্চ মাসে অনলাইনে ইসরোর ‘যুবিকা’ নামক একটি পরীক্ষায় বসে অর্পিতা। এরপরেই সম্প্রতি এই পরীক্ষার রেসাল্ট বের হয়। যার ফলে ইসরো থেকে অর্পিতাকে ডেকে পাঠানো হয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উদ্দেশ্যে রওনা হচ্ছেন উপাসনা ও তার বাবা। আগামীতে মহাকাশ বিজ্ঞানের উপর কাজ করতে চায়।