ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ডেপুটেশন।

0
18

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট, ১০ মে: ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে শুক্রবার দুপুরে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের কাছে লিখিতভাবে ডেপুটেশন দেওয়া হল। তাদের দাবি আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টরদের বেতন বৃদ্ধি দ্রুত করতে হবে। এছাড়াও একাধিক দাবি রয়েছে সংগঠনের। সংগঠনের তরফের দাবি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তর তরফে একটি স্মারকলিপি প্রকাশিত হয়েছিল। যেখানে বড় হয়েছিল থেকে আইসিটি কম্পিউটার ইন্সট্রাক্টরদের যোগ্যতা ও কাজের মেয়াদ অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত সেই বেতন পরিকাঠামো তৈরি করা হয়নি। তাই কাজের নিরিখে বেতন পরিকাঠাম তৈরি ও সেই মত বেতন প্রদানের দাবিতে এদিন আইসিটি কম্পিউটার ইন্সট্রাক্টরদের বেতন দেওয়ার দাবি জানানো হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস জেলা বিদ্যালয় পরিদর্শকের।