প্রতিবন্ধীকতা জয় করে উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফল করেছে কামারপাড়ার পায়েল পাল।

0
43

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১০ই মে: প্রতিবন্ধীকতা জয় করে উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফল করেছে কামারপাড়ার পায়েল পাল। ৮০ শতাংশ প্রতিবন্ধী হওয়ার পরও এবারের উচ্চ মাধ্যমিকে সে ৪৬০ নম্বর পেয়েছে। মায়ের কোলে চেপেই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল পায়েল। গতকাল ফল প্রকাশের পর তাক লাগিয়েছে পায়েল। এবারে সে ৯২ শতাংশ নাম্বার পেয়েছে। আগামীদিনে ব্যাংক কর্মী হতে যায় পায়েল। আপাতত ভূগোল নিয়ে স্নাতকোত্তর পড়তে চায় সে। মেয়ের সাফল্যে আনন্দিত হলেও, উচ্চ শিক্ষার ব্যয়ভার কোথা থেকে আসবে, এবং মেয়েকে কলেজে নিয়ে যাবেন কি করে তা নিয়ে দুশ্চিন্তায় তার বাবা মা। কারন মেয়ের চিকিৎসা করাতে গিয়েই ঋণে জর্জরিত হয়ে রয়েছে ওই পরিবার। এখন মেয়ের ভালো স্কুলে পড়াশোনার খরচ চালানো কিভাবে যাবে, তা নিয়ে রাতের ঘুম ছুটেছে তাদের। এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন পায়েল বাবা মা।

বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকার বাসিন্দা পায়েল পাল। জন্ম থেকেই শারীরিক সমস্যায় ভুগছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও এখনো আর তার উচ্চতা একটি ছোট্ট শিশুর মতই। কোমরের নিচ থেকে কার্যত অসার। নিজে স্নান করতে পারে না, চলাফেরা খাবার খাওয়ার জন্য মায়ের সহযোগিতার প্রয়োজন হয়। হাঁটাচলা তো দূর অস্ত সরু ও রুগ্ন হাত দিয়েও ভারী কাজ করতে পারেনা। শুধুমাত্র কোনরকমে কলম চালাতে শিখেছে। আর তাতেই বাজিমাত।