বেআইনি নির্মাণে কড়া নির্দেশ হাইকোর্টের, নিরাপত্তার স্বার্থে তমলুক ডাউনটাউন এনক্লেভ ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার নির্দেশ।

0
36

তমলুক-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – বহুতল ভেঙ্গে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। আগামী ৩ মাসের মধ্যে ভেঙে দেওয়ার নির্দেশ বিচারপতি পার্থসারথী চ্যার্টার্জীর।
৭ ব্লকের ২০৮১৭ বর্গমিটার বহুতল ভেঙে দিতে নির্দেশ। বেসমেন্ট ছাড়াই ৭ তলা বিল্ডিং। বেসমেন্ট + গ্রাউন্ড ফ্লোর – ৫ তলা বিল্ডিং। এমন প্লানের কথা বলা হলেও মানা হয়নি কোনও নিয়ম। নির্ধারিত আয়তনের বেশি বহুতল নির্মাণ হয়েছে। একাধিক অনিয়মে বিল্ডিং ভেঙে দিতে নির্দেশ।
অ্যাডভ্যান্স পেমেন্ট বা ফ্ল্যাটের জন্য টাকা নেওয়া হয়ে থাকলে সুদসহ ডেভেলপার দের মিটিয়ে দিতে নির্দেশ। তমলুক শহরের এই বহু তলে বসবাস করে প্রায় ১৫২ টি পরিবার। বৃহস্পতিবার রাতে এই আবাসন ভেঙে দেওয়ার নির্দেশের খবর পাওয়ার পর থেকেই আতঙ্কিত আবাসনে থাকা বস বাসকারী মানুষ জন। শুক্রবার সকাল থেকেই দেখা আবাসনের সামনে জটলা করে আলোচনা করছে। তাম্রলিপ্ত পুরসভাকে নির্দেশ দ্রুত বহুতলের আবসিকদের সরিয়ে বহুতল ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে। পুলিশ প্রশাসন পৌরসভাকে সহযোগিতা করার কথাও আদলতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।