পাড়ায় পাড়ায় শীলভদ্র, চলছে জোরকদমে প্রচার।

0
75

দমদম, নিজস্ব সংবাদদাতা:- আপনার প্রার্থী আপনার পাড়ায় এই শ্লোগানকে সামনে রেখে মন্ডল ২ , কামারহাটি বিধানসভা কেন্দ্রে ভোট প্রচার সারলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শীলভদ্র দত্ত। প্রতিদিন ই তিনি জোরদার প্রচার আভিযান চালিয়ে যাচ্ছেন। প্রচারে মানুষের সাড়াও মিলছে ভালই। প্রচারে বেরিয়ে তিনি মনুষের ভীড়ে মিশে যেমন শুনছেন মানুষের বিভিন্ন অভাব অভিযোগ, তেমনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন মোদী গ্যারান্টি র প্রতিশ্রুতি। দেশ ও রাজ্যের কল্যাণে বিজেপিকে জয়ী করে কেন্দ্রে পুনরায় মোদীজিকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।  প্রতিদিনের প্রচারে যে ভাবে মনুষর স্বতঃস্ফূর্ত আগমন, মানুষের ভালোবাসা ও আর্শীবাদ পাচ্ছেন তাতে তাঁর জয় নিশ্চিৎ বলে জানান বিজেপি মনোনীত প্রার্থী শীলভদ্র দত্ত।  তবে এবার তাঁকে নির্বাচনে লড়তে হবে দুই হেভিওয়েট নেতার সঙ্গে। একদিকে রয়েছে বাম প্রার্থী সুজন চক্রবর্তী এবং অন্যদিকে  তৃণমূল প্রার্থী সৌগত রায়। রাজনীতিতে সুজন হোক বা সৌগত কিংবা শীলভদ্র বহুদিনের। রাজনীতির ইতিবৃত্ত সব জানা।২০০৯ সাল থেকে টানা দমদম লোকসভা কেন্দ্র জিতে আসছেন সৌগত রায়। ২০১৯ লোকসভা নির্বাচনের সময়ে সিপিআইএম-র নেপালদেব ভট্টাচার্য এবং বিজেপির শমীক ভট্টাচার্যকে  পরাজিত করে জিতেন তিনি। তবে উল্লেখ্য  ২০১৯ লোকসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে চলে আসে  বিজেপি। ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি এই আসনে ছিল তৃতীয় স্থানে। ২০১৯ লোকসভা নির্বাচনে সিপিআইএম এই আসনে চলে যায় তৃতীয় স্থানে। এই পরিস্থিতিতে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র থেকে কে জয়ী হয় সেটাই দেখার বিষয়। তাই দমদম লোকসভা কেন্দ্র নিয়ে শুরু হয়েছে জোরকদমে লড়াই। কারণ, তিন হেভিওয়েট প্রার্থীর লড়াই এবার দেখতে চলেছেন দমদমবাসী। পাশাপাশি ক্রমান্বয়ে বিজেপির উত্তরণ, সাফল্য ও প্রচারে মানুষের ঢল- জয়ের পাল্লা কিছুটা হলেও যে বিজেপির দিকেই ভারি তা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।