আট বছর আগে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার ঘটনার সাজা ঘোষণা করল বালুরঘাট জেলা আদালতের নগর ও দায়রা বিচারক।

0
35

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রায় আট বছর আগে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে হিলি থানার জামালপুর এলাকার স্থানীয় রঞ্জন মাহাতো ও মনোরঞ্জন মাহাতোর বিরুদ্ধে। দীর্ঘদিন মামলা চলার পর সেই মামলার রায় ঘোষণা করল বিচারক। গত শুক্রবার বালুরঘাট জেলা আদালতের নগর ও দায়রা বিচারক শুভায়ু ব্যানার্জি অভিযুক্ত দুজনকে দোষি সাবস্ত করে। সোমবার বিকেল চারটায় অভিযুক্ত দুজনকে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুমাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক বলেই জেলার সরকারি আইনজীবী জানিয়েছেন।

এবিষয়ে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, ২০১৬ সালে ২৩ শে জুন ননিগোপাল মাহাতোকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে রঞ্জন মাহাতো ও মনোরঞ্জন মাহাতোর বিরুদ্ধে। ঘটনার পরদিন এনিয়ে হিলি থানায় খুনের অভিযোগ দায়ের করেছিল বাবা। সেই মামলা চলছিল বালুরঘাট জেলা আদালতের নগর ও দায়রা বিচারক শুভায়ু ব্যানার্জীর এজলাসে। সবদিক খতিয়ে দেখে অভিযুক্ত দুজনকে গত শুক্রবার দোষী সাব্যস্ত করেন বিচারক। আজ অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুমাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।