ভোটারদের মারধরের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো রায়ান ১ গ্রাম পঞ্চায়েতের কপিবাগান এলাকায়।

0
54

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-ভোটারদের মারধরের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো রায়ান ১ গ্রাম পঞ্চায়েতের কপিবাগান এলাকায়। অভিযোগ, ইট, পাথর ছুড়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে স্থানীয় এক ব্যক্তির। মহিলা দের কেও মারধর করা হয়েছে বলে এলাকার সাধারণ মানুষের অভিযোগ । খানিকক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে পড়ে এলাকা। সূত্রের খবর,এদিন বিকেলে কপিবাগান এলাকার একটি বুথে এজেন্ট নিয়ে সমস্যার কথা শুনে বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে আসেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও বিজেপি কর্মীরা । অভিযোগ, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। তারপরই ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীও আহত হন।আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করতে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ, বর্তমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি তা।