মালদার মানিকচকের খোয়েরতোলায় বিগত বুধবার থেকে শুরু হয়েছিল লীলা সংকীর্তন অনুষ্ঠান, শনিবার রাতে অনুষ্ঠিত হয় মহারাস।

0
61

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মানিককে প্রতিবছরের মত এ বছরও মালদার মানিকচকের খোয়েরতোলায় বিগত বুধবার থেকে শুরু হয়েছিল লীলা সংকীর্তন অনুষ্ঠান। শনিবার রাতে অনুষ্ঠিত হয় মহারাস।এদিন কীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতি পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরুপ কুমার দাস। এদিন তিনি আগত সকল ভক্তদের মধ্যে খিচুড়ি বিতরণ করেন। জানা গেছে, আনুমানিক দুইশো বছর ধরে ধুমধাম ভাবে কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সহ বিভিন্ন রাজ্য থেকে কীর্তনীয়ারা আসেন কীর্তন পরিবেশন করতে। কীর্তনকে কেন্দ্র করে এলাকায় বসে মেলা। আনন্দে মুখরিত হয় গোটা এলাকা। সব মিলিয়ে বেশ জাঁকজামকভাবে অনুষ্ঠিত হয় লীলা সংকীর্তন। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আছেন কীর্তন শুনতে। সব মিলিয়ে গোটা এলাকা মিলন উৎসবে পরিণত হয়। এই বিষয়ে মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতি পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরুপ কুমার দাস বলেন, প্রতিবছরের মত এ বছরও অনুষ্ঠিত হচ্ছে ২৪ প্রহর লীলা সংকীর্তন অনুষ্ঠান। কীর্তনটি যাতে আরো জাঁকজমক ভাবে হয় তাই আমি এই কমিটির পাশে থাকবো। আগত ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করলাম।