শীতলা মাতা ও কালী পূজা উপলক্ষে নর নারায়ণ সেবার আয়োজন করলো মানিকপুর মধ্যমপাড়ার মুক্তি সংঘ ক্লাব।

0
32

প্রকাশ কালি ঘোষাল হাওড়া : –  শীতলা মাতা ও কালী পূজা উপলক্ষে নর নারায়ণ সেবার আয়োজন করলো মানিকপুর মধ্যমপাড়ার মুক্তি সংঘ ক্লাব। মানিকপুর মধ্যমপাড়া মুক্তি সংঘ ক্লাবের পরিচালনায় শীতলা মাতা পূজা দেখতে দেখতে ৬৬ তম বর্ষ পদার্পণ করল। শীতল মাতা ও কালীপূজা উপলক্ষে পূজা কমিটি পক্ষ থেকে নরনারায়ণ সেবার আয়োজন করা হয। জীব সেবা শিব সেবা এই মূল মন্ত্রকে পাথেয় করে এবছর পূজা কমিটি নর নারায়ণ সেবার আয়োজন করলেন। পূজা কমিটির সদস্য এবং গ্রামবাসীদের সহযোগিতায় এই সেবার ব্যবস্থা করা হয়। তিন থেকে চার হাজারের বেশি সাধারণ মানুষ এই নর নারায়ণ সেবায় অংশগ্রহণ করেন। আবাল বৃদ্ধকণিতারা তৃপ্তি সহকারে সেবা গ্রহণ করলেন। নরনারায়ণ সেবার মধ্যে ছিল লুচি, ছোলার ডাল এবং আলুর দম। শনিবার ধুমধামের সহিত শীতলা পূজা এবং কালীপুজো হয়। রবিবারে হল নর নারায়ণ সেবা। গ্রামবাসীদের স্বতঃস্ফূর্তভাবে এই নর নারায়ণ সেবায় অংশগ্রহণ করায় খুবই আনন্দিত কমিটির সদস্যগণ। অন্যান্য বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মায়ের পালা গান হলেও এ বছর তার ব্যতিক্রম দেখা গেল নর নারায়ণ সেবার মাধ্যমে।