নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকা দত্তপুলিয়া ঝোরপাড়া সীমান্ত গ্রাম। কাঁটাতারের মধ্যেই বসবাস প্রায় 60 পরিবারের। প্রায় 200 ভোটার।
বিএসএফ এর চেকপোস্টে পরিচয় পত্র জমা করে নিত্যদিন চলাফেরা করতে হয় এখানকার গ্রামবাসীদের। তবে উৎসবের মেজাজে বাইরের জগতের সাথে এখানকার বাসিন্দারা সেভাবে অংশগ্রহণ করতে পারেনা।
তবে আজ ভোট দেওয়ার উৎসাহ আলাদা। গণতন্ত্রের মহাসংগ্রামে অংশগ্রহণ করতে পেরে খুশি এখানকার মানুষরা।
কাঁটাতার পেরিয়ে বরণবেরিয়া জুনিয়র বেসিক স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রের 166নং ও 167নং বুথে উৎসবের মেজাজে সীমান্তপাড়ের ভোটাররা।
*বাইট :*
মমতা বালা মাঝি, সীমান্তপাড়ের ভোটার
অনিতা মাঝি, সীমান্তপাড়ের ভোটার