নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: সংসারের হাল ধরতে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন বাবা, মা চা বাগানের শ্রমিক, সকাল হতেই বাগানের কাজে বেরিয়ে পড়েন। এরপরই একা হাতে ঘরের কাজ সামলে সময়মতো পড়াশুনো করে উচ্চমাধ্যমিকে ভাল ফল করেছে দীপশিখা লামা।সে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া চা বাগানের গুম্বা লাইনের বাসিন্দা।উচ্চমাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৪৩৮।সে কালচিনি হিন্দি হাইস্কুলের ছাত্রী। চা বাগানের মেয়ে দীপশিখা লামার এই ফলাফলে খুশি তার পরিবারের সদস্যদের থেকে শুরু করে এলাকার বাসিন্দারাও।দীপশিখার বাবা পূর্বে বাগানের শ্রমিক ছিলেন, তবে সংসারের হাল ধরতে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন তিনি। আর মা এখনও কাজ করছেন বাগানে। ফলে একা হাতেই ঘর সামলাতে এবং ছোট বোনকে দেখাশোনা করতে হত দীপশিখাকে। এর মাঝেই সময় বের করে পড়াশোনা চালিয়ে যেত সে।স্কুল শিক্ষক ও গৃহ শিক্ষকদের সহায়তায় এবার উচ্চমাধ্যমিকে ৪৩৮ নম্বর পেয়েছে সে। আগামীতে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি আমলা হতে চায় সে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ঘরের কাজ সামলে সময়মতো পড়াশুনো করে উচ্চমাধ্যমিকে ভাল ফল করেছে দীপশিখা লামা।