কল্যাণী, নিজস্ব সংবাদদাতা:- কল্যাণী ১৪ নম্বর ওয়ার্ড ফুটবল খেলার ময়দানে আজ বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বেলা আড়াইটা নাগাদ সভা মঞ্চে উপস্থিত হন। এই সভা মঞ্চ থেকে তিনি বলেন সন্দেশখালিতে মহিলাদেরকে মিথ্যা বলে সাদা কাগজে অভিযোগ করিয়েছেন তাতে যারা মদত দিয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে বলবো। পাশাপাশি তিনি বলেন সন্দেশখালীর ঘটনা যেভাবে দেশজুড়ে বিজেপি মিথ্যা এই ঘটনা ছড়িয়েছে তা সত্য একদিন প্রকাশ পাবে। এদিন মঞ্চ থেকে তিনি বলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রার্থী মহুয়া মৈত্রকে জোর করে হারানোর মরিয়া চেষ্টা তার প্রমাণ মিলেছে ইভিএম মেশিনের কারচুপি তৃণমূলের বোতাম টিপলে তা চলে যাচ্ছে বিজেপিতে। এরপরেই ওই বদল করা হয়েছে। রানাঘাট লোকসভা কেন্দ্র নিয়েও তার অভিযোগ রানাঘাট দত্তফুলিয়ার সীমান্তবর্তী অঞ্চলের বিএসএফ বিজেপির হয়ে কাজ করেছে তারা টোটো তে বিজেপির পতাকা লাগিয়ে মানুষজনকে বিজেপিতে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করেছেন। মডেল কোড অফ কন্টাক্ট ভায়োলেট করেছে। বিষয়টি পুলিশকে দেখতে বলবো।
কল্যাণীর এই জনসভায় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতন এখন দেখার এই ভিড়ের প্রতিফলন কতটা ফুট বাসে প্রতিফলিত হয়।
Home রাজ্য দক্ষিণ বাংলা সন্দেশখালীর ঘটনা যেভাবে দেশজুড়ে বিজেপি মিথ্যা এই ঘটনা ছড়িয়েছে তা সত্য একদিন...