উত্তর দমদম বিধানসভার নিউব্যারাকপুর এলকায় ভোট প্রচার সারলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শীলভদ্র দত্ত।

0
72

দমদম, নিজস্ব সংবাদদাতা:- আপনার প্রার্থী আপনার পাড়ায় এই শ্লোগানকে সামনে রেখে উত্তর দমদম বিধানসভার নিউব্যারাকপুর এলকায় ভোট প্রচার সারলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শীলভদ্র দত্ত। দমদম লোকসভা কেন্দ্রে সব এলাকায় কার্যত দাপিয়ে বেড়াচ্ছেন বিজেপির বর্ষীয়ান দাপুটে প্রার্থী শীলভদ্র দত্ত।  প্রতিদিন ই তিনি জোরদার প্রচার আভিযান চালিয়ে যাচ্ছেন। প্রচারে মানুষের সাড়াও মিলছে ভালই। প্রচারে বেরিয়ে তিনি মনুষের ভীড়ে মিশে যেমন শুনছেন মানুষের বিভিন্ন অভাব অভিযোগ, তেমনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন মোদী গ্যারান্টি র প্রতিশ্রুতি। প্রচারে বেরিয়ে এদিনও তৃণমূলকে একহাত নিলেন । তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব বিজেপির দাপুটে প্রার্থী। তিনি বলেন তৃণমূল লক্ষ্মীর ভান্ডারের টাকা যা দিচ্ছে তাতে আমার মনে হচ্ছে ভিক্ষা দিচ্ছে। ৫০০,১০০০ টাকায় মা, বোনদের কিছুই হয় না, এটা ভিক্ষা দেওয়া ছাড়া কিছুই না। তবে তিনি এও জানান বিজেপি ক্ষমতায় আসলে ৩০০০ টাকা করে দেব। ৩০০০ টাকা দিয়ে মা, বোনরা বিভিন্ন কাজে লাগাতে পারবে, এমনটাই সংবাদমাধ্যমকে জানালেন দমদম লোকসভা কেন্দ্রের হেভিওয়েট বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। তিনি শাসক দুর্নীতির কথা তুলে ধরে আরও বলেন, তৃণমূল সরকার চাকরি দেওয়ার নাম করে চুরি করছে সাধারণ মানুষের টাকা। নিয়োগ দুর্নীতি, রেশন চুরি, কয়লা চুরি সবই তাদের কাজ। একের পর এক দুর্নীত তাদের প্রতি মনুষর আস্থা নষ্ট হয়েছে। তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে মা, বোনেদের উপর অত্যাচার করেছে তাতে পরিষ্কার তাদের পতন অনিবার্য । দমদম লোকসভা কেন্দ্রের ভোটাররা এবার বিজেপিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। তাই তিনি দেশ ও রাজ্যের কল্যাণে বিজেপিকে জয়ী করে কেন্দ্রে পুনরায় মোদীজিকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান। প্রতিদিনের প্রচারে যে ভাবে মনুষর স্বতঃস্ফূর্ত আগমন, মানুষের ভালোবাসা ও আর্শীবাদ পাচ্ছেন তাতে তাঁর জয় নিশ্চিৎ বলে জানান বিজেপি মনোনীত প্রার্থী শীলভদ্র দত্ত। পাশপাশি এই কেন্দ্রে অন্য দুই হেভিওয়েট নেতার বাম প্রার্থী সুজন চক্রবর্তী এবং  তৃণমূল প্রার্থী সৌগত রায়ও জোর কদমে প্রচার চালাচ্ছেন এই পরিস্থিতিতে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র থেকে কে জয়ী হয় সেটাই এখন মূল বিষয়।