বারুইপুর পূর্ব মন্ডল ৪-এ প্রচারে বেরিয়ে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী জানালেন বিজেপি মনোনীত প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়।

0
68

যাদবপুর-বারুইপুর, নিজস্ব সংবাদদাতা:- চলছে ২০২৪ লোকসভা ভোট।  প্রথম চার দফা ভোট শেষ হয়েছে ইতিমধ্যেই।  বাকি আর তিন দফা ভোট। যাদবপুর কেন্দ্রের ভোট শেষ দিন অর্থাৎ ১ জুন। এবার পশ্চিমবঙ্গের  যাদবপুর কেন্দ্রটি সকলের নজরে রয়েছে। যাদবপুরের বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় তাঁর নাম ঘোষণার পর থেকেই তিনি ভোট ময়দানে নেমে পড়েছেন প্রথম থেকেই । আর সেদিন থেকেই পুরো লোকসভা অঞ্চল চষে বেড়াচ্ছেন দলীয় নেতা-কর্মীদের নিয়ে। করছেন জনসংযোগ, পথসভা, মিটিং মিছিল। পাচ্ছেন অভাবনীয় সাড়া। জয়ের ব্যাপারেও তিনি যথেষ্ট আশাবাদী বলেও জানান।

প্রতিদিনের কর্মসূচির মতন আজও  যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুর পূর্ব মন্ডল ৪ এ যাদবপুর লোকসভা কেন্দ্রের অগ্রগতির স্বার্থে, মানুষের অধিকার রক্ষার স্বার্থে, ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রী নরেন্দ্র মোদী মহাশয় কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে অসংখ্য কর্মী সমর্থক দের সঙ্গে জনসংযোগ যাত্রায় অংশ নিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় মহাশয়।