লটারি টিকিট কেটে কোটিপতি হলেন রাজমিস্ত্রি।

0
29

নিজস্ব সংবাদদাতা, মালদা—-পেশায় রাজমিস্ত্রি।সংসার চালাতে কাজ করতে হয় রাজমিস্ত্রী ইচ্ছে যাগে লটারি টিকিট কাটা।আর মঙ্গলবার দুপুরে নিমাই সরকার ১২০ টাকা দিয়ে লটারি টিকিট কাটে আর বিকেল হতেই জানতে পারে প্রথম পুরস্কার এক কোটি লটারিতে কোটিপতি হলেন রাজমিস্ত্রি। মাত্র ১২০ টাকার টিকিটেই বাজিমাত। ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের তাঁতীপাড়া এলাকার বাসিন্দা নিমাই সরকার নামে এক যুবক রাজমিস্ত্রির কাজ করে কোনও রকমে সংসার চলত পরিবারের রয়েছে দুই মেয়ে এক ছেলে রয়েছে । তিনি১২০ টাকা দিয়ে লটারি কাটেন। লটারি টাকা দিয়ে নিমাই বাবুর ইচ্ছে এই টাকা দিয়ে তার ছেলে মেয়েদের পড়াশোনা সহ বাড়ি তৈরি করবেন।লটারিতে ১ কোটি টাকার প্রথম পুরস্কার ভাগ্য মিলেছে। সেই খবর পেয়ে সটান লটারি নিয়ে মিল্কি ফাঁড়ি দারস্ত হয়েছে ওই যুবক। তবে তার স্বপ্ন ছিল লটারিতে একদিন না একদিন ১ কোটি টাকা পাবে সে। তবে আজকে ১ কোটি টাকার প্রথম পুরস্কার পেয়ে খুশি নিমাই সরকার সহ তার পরিবার।