হনুমান মন্দির ভাঙার অভিযোগ তুলে সরব হলেন এলাকাবাসীরা!

0
56

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-হনুমান মন্দির ভাঙার অভিযোগ তুলে সরব হলেন এলাকাবাসীরা! ঘটনা পূর্ব বর্ধমান জেলার, শহর বর্ধমানের লোকো চারতলা এলাকার। ঘটনা- কে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
এলাকাবাসীদের অভিযোগ কালভার্ট তৈরির কাজের জন্য মন্দিরের উপর দিয়ে ড্রেন করা হচ্ছে। মন্দির নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও দাবি তোলেন এলাকাবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ মন্দির এর পাশ দিয়ে কোনরকম ভাবেই ড্রেন করা যাবে না।
কন্ট্রাক্টর সন্দীপ কুমার মন্ডল বলেন, আমরা একটা কালভার্ট করতে এসেছি পিডব্লিউডি-র নির্দেশক্রমে। কোন রকম ভাবেই মন্দির ভাঙ্গা হয়নি।
বিজেপি নেতা সুধীর রঞ্জন সাউ বলেন, খেটে খাওয়া মানুষেরা খুবই কষ্ট করে একটি হনুমান মন্দির তৈরি করেছিল, বেআইনি ড্রেন নির্মাণ করার নামে গর্ত খোলা হয়েছিল এখানে। এখানকার মানুষ বারবার বলেছিল এখানে আমাদের বাথরুম আছে পাশে মন্দির আছে নিচে পাইপলাইন আছে কিন্তু সেই সব কথাকে প্রাধান্য না দিয়ে তৃণমূলের গুন্ডারা চমকে পাইপলাইন ফাটিয়ে দিল। মন্দির ভাঙ্গা হলো। এখন এই মানুষগুলো কোথায় বাথরুম করবে? কোথায় জল পাবে, তারা মন্দিরে পুজোই বা কিভাবে দেবে!