পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি জোরকদমে,হলদিয়ার দুর্গাচকে এইচএসসি ময়দানে নির্বাচনী জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে তমলুক লোকসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে জনসভা আয়োজন। সভা মঞ্চের পাশেই তৈরি হয়েছে হ্যালিপেড। পাখির চোখ হলদিয়া বিধানসভা শাসক দলের কাছে। ইতিমধ্যেই ধীরে ধীরে কর্মীরা উপস্থিত হতে শুরু করেছে ময়দানে, গোটা এলাকার পুলিশি নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। এখন শুধু দেখার এই জনসভা থেকে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।