আসন্ন লোকসভা নির্বাচনে তমলুকের তৃনমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে মেচেদাই দুটি ব্রাহ্মণদের নিয়ে কর্মসূচি।

0
103

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ :- সামনের ২৫ শে তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন। তবে এই ভোটে দরিদ্র ব্রাহ্মণদেরকে “ব্রাহ্মণ ভাতা “পাইয়ে দেওয়ার নাম করে ভোটের হাতিয়ার করছে তৃণমূল এমনটাই অভিযোগ বিজেপি র। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট গঠন করা হয়ে ছিল বেশ কয়েক বছর আগে তৎকালীন মন্ত্রী রাজিব ব্যানার্জীর হাত ধরে। গত বিধানসভা নির্বাচনেও এই ব্রাহ্মণদের কাজে লাগিয়েছে তৃণমূল। দরিদ্র অসহায় ব্রাহ্মণদের এক হাজার টাকা করে ব্রাহ্মণ ভাতা চালু করা হবে এমন টোপ দিয়েই ব্রাহ্মণদের পাশে পেয়েছিল তৃণমূল। একাধিক মিটিং মিছিলেও ব্রাহ্মণদের হাজির করা হত এমন টাই অভিযোগ। তবে বেশ কয়েক মাস আগে থেকেই ব্রাহ্মণদের ব্রাহ্মণ ভাতা কিছু কিছু দেওয়াও হয় বলে জানা যায়। তবে এও অভিযোগ এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে সমস্ত ব্রাহ্মণেরা এখনো “ব্রাহ্মণভাতার” আওতায় আসেনি তাদের জন্য ফরম ফিলাপ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য অফিস পূর্ব মেদিনীপুরের মেছেদায় এই ফরম ফিলাপের কাজ কয়েক দিন ধরে হচ্ছে বলে অভিযোগ বিজেপি র। আসন্ন লোকসভা নির্বাচনে তমলুকের তৃনমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে মেচেদাই দুটি ব্রাহ্মণদের নিয়ে কর্মসূচিও হয়। ব্রাহ্মণ সন্তান দেবাংশু ভট্টাচার্য যাতে যেতে সে ব্যাপারে এই কর্মসূচি থেকে আহ্বান করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সৌমেন মহাপাত্র। এই মঞ্চ থেকে জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে ব্রাহ্মণদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। এক দিকে যেমন ব্রাহ্মণভাতা দেয়ার চেষ্টা হচ্ছে পাশাপাশি আগামী দিন যাতে আবাস যোজনার মাধ্যম দিয়ে দরিদ্র ব্রাহ্মণেরা যাতে কষ্টে না থাকে তার জন্য বাড়ির ও ব্যবস্থা করা হবে, এমনই বার্তা দেওয়া হয় এই সভা থেকে। মূল কথা ব্রাহ্মণদের কে এই লোকসভা নির্বাচনে যাতে পাশে পায় সেই লক্ষ্যকে সামনে রেখে তৃণমূল যে রাজনীতি করছে সে বিষয়ে অভিযোগ তুলছে বিজেপি। বিজেপি জেলা নেতা তাপস পাত্র জানান, যতই ব্রাহ্মণ ভাতা নাম করে ব্রাহ্মণদের পাশে পাওয়ার আশা করুক তা বিফলে যাবে তৃণমূলের এমন টাই মন্তব্য বিজেপির। তমলুক লোকসভার নির্বাচনে তিন প্রধান প্রতিপক্ষ প্রার্থীই ব্রাহ্মণ সন্তান। একদিকে যেমন তৃণমূলের রয়েছে দেবাংশ ভট্টাচার্য, পাশাপাশি বিজেপির রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিআইএমের রয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায়। ফলে ব্রাহ্মণেরা কোন প্রার্থীকে তাদের প্রিয় প্রার্থী হিসেবে নির্বাচন করে তা সময় সাপেক্ষ। তবে তৃণমূল যে ব্রাহ্মণদের ভোট পাশে পেতে ব্রাহ্মণ ভাতা পাইয়ে দেওয়ার নাম করে ভোটের তাস খেলছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।