বৃহস্পতিবার দুপুরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল, পরিবারের সঙ্গে কথা বলেন জেলাশাসক নিতীন সিংহানিয়া, সাহায্যের আশ্বাস।

0
38

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —বৃহস্পতিবার দুপুরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল ১১ জনের। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাত এগারোটা নাগাদ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তার আগে থেকেই মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন জেলাশাসক নিতীন সিংহানিয়া। তারা তদারকি করে রাতেই সাতটি মৃতদেহ ময়নাতদন্ত করে গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন। মৃত পরিবারের হাতে সরকারি আর্থিক সাহায্য ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। আজ চারটি মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।