মালদার মানিককে রাস্তা এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।

0
38

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৭ মে:- মালদার মানিককে রাস্তা এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। রীতিমতো টায়ারে আগুন জ্বালিয়ে চলে দীর্ঘক্ষণ বিক্ষোভ। অবশেষে মানিকচক থানার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। জানা গেছে শুক্রবার সকাল নাগাদ মালদার মানিকচকের মানিকচক ঘাট বাঁধ এলাকায় রাস্তা ঘিরে দিয়ে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, শিবানটোলা বাঁধ এলাকায় প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করে। কিন্তু এখানে কোন পানীয় জলের ব্যবস্থা নেই। পাশাপাশি প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। ফলে গ্রামে প্রবেশ করতে পারে না জরুরী ভিত্তিতে অ্যাম্বুলেন্সে এবং ছোট বড় যে কোন গাড়ি। ফলে বিপাকে পড়তে হয় গ্রামবাসীদের। প্রতিদিনই এই রাস্তায় ঘটে চলেছে দুর্ঘটনা। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দারস্থ হয়েও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। আজ ক্ষিপ্ত পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। টানা কয়েক ঘন্টার অবরোধে আটকে পরে বহু গাড়ি। গ্রামবাসীদের দাবি দ্রুতভাবে পানীয় জলের ব্যবস্থা এবং রাস্তা সংস্কারের কাজ করতে হবে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।