মুজনাই ও বীরকিটি নদীতে প্রকাশ্য দিবালোকে চলছে মাটি মাফিয়াদের কারবার।

0
53

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের এই মাটি পাচারের অভিযোগ দীর্ঘদিনের। এখন মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আলিপুরদুয়ার জেলার এই ব্লক।অভিযোগ, সংশ্লিষ্ট ব্লকের মুজনাই ও বীরকিটি নদীতে প্রকাশ্য দিবালোকে চলছে মাটি মাফিয়াদের কারবার। নদীর বুক থেকে মাটি তুলে ট্র‍্যাক্টর দিয়ে হয়ে যাচ্ছে পাচার। গতিপথ বদলাচ্ছে নদীর। আতঙ্কে এলাকার বাসিন্দারা। প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না বলে দাবি। এক প্রকার প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়েই দিনের পর দিন কিভাবে চলছে এই কারবার? উঠছে প্রশ্ন।এদিকে লাগাতার মাটি মাফিয়ার দৌরাত্ম্যে স্বাভাবিক গতিপথ বদালাচ্ছে নদী। অভিযোগ, উঠছে প্রশাসনের নাকের ডগায় দীর্ঘ কয়েক বছর ধরে নদীর বুক থেকে মাটি চুরি হয়ে যাচ্ছে, অথচ কেউ কিচ্ছু বলছে না, প্রশাসনও নীরব। ফালাকাটা ব্লকের মধ্যেকার মুজনাই ও বীরকিটি নদী। সেই দুটি নদীর ধারে থেকে অবৈধভাবে মাটি কেটে টাক্টরে করে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। এদিকে ওই বেআইনি কারবারের পিছনে তৃণমূলের মদত রয়েছে। ফালাকাটার বিধায়ক দীপক বর্মনের কথায়, ‘দিনে দুপুরে অবৈধ ভাবে মাটি তোলা হচ্ছে। এর পিছনে তৃণমূল শাসিত প্রশাসনের মদত রয়েছে। বিষয়টি নিয়ে পরিবেশপ্রেমী ডঃ প্রবীর রায় চৌধুরী বলেন, যে ভাবে বিভিন্ন নদী থেকে মাটি কাটা হচ্ছে বা মাটি তোলা তাতে পরিবেশে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।