সমতাবাদী যুগল কিশোর রায়বীরের জন্ম জয়ন্তী উদযাপন করা হলো এবং ওই সমতা কেন্দ্র প্রাঙ্গনে স্থাপিত যুগল কিশোর রায়বীরের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হলো।

0
31

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:–শুক্রবার ফালাকাটা ব্লকের কাজলী হল্ট সমতা কেন্দ্র প্রাঙ্গনে সমতাবাদী যুগল কিশোর রায়বীরের জন্ম জয়ন্তী উদযাপন করা হলো এবং ওই সমতা কেন্দ্র প্রাঙ্গনে স্থাপিত যুগল কিশোর রায়বীরের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হলো। মূর্তির আবরণ উন্মোচন করেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ নিখিলেশ রায়। এদিন ওই অনুষ্ঠান উপলক্ষে একটি র‍্যালির আয়োজন করা হয়। ওই র‍্যালিটি কাজলী হল্ট সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে সমতা কেন্দ্রে ফিরে শেষ হয়। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডঃ গিরিন্দ্র নারায়ণ রায় ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল, বিশিষ্ট কবি জগদীশ আসোয়ার সহ বিশিষ্ট জনেরা।