বৃষ্টির জন্য যজ্ঞ, যজ্ঞ শেষ হতেই বৃষ্টি শুরু।

0
51

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃষ্টির জন্য যজ্ঞ। যজ্ঞ শেষ হতেই বৃষ্টি শুরু। কোন কাকতালীয় ঘটনা নয়। বৃষ্টির জন্য এমন পূজা ও যজ্ঞ হিন্দু ধর্মে দেখা মেলে। ব্যাঙের বিয়ে দিতেও দেখা যায়। তবে এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। ভিত্তিও নেই। তবুও বৃষ্টি হয়েছে।শনিবার সকালে বীরপাড়া চা বাগানে অনুষ্ঠিত হল পুজো ও যজ্ঞ। পুরোহিতের মন্ত্র উচ্চারনের মধ্যে দিয়ে দেব দেবীর কাছে বৃষ্টির জন্য করা হল প্রার্থনা। উপস্থিত ছিলেন আট থেকে আশি সকলেই। যজ্ঞ শেষ হতেই অঝোরে নেমে এলে বৃষ্টি। সকলেই খুশি। সতেজ হল গাছপাল।জল পেল চা গাছ। সাময়িক স্বস্তি পেল প্রাণী কুল। যদিও বৈজ্ঞানিক ভিত্তি নেই তবুও মানুষের বিশ্বাসকে অস্বীকার করার কোন জায়গা নেই। তাই বলা যায়, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর।