মানবিকতা :: রাণু সরকার।।

0
30

অন্ধকূপে ডুবে যাচ্ছে মানবিকতা,
খুঁজে পাওয়া যাবে না ভবিষ্যতে পরিমাপন যন্ত্রের সাহায্যেও,
অধঃপতিত অবস্থায় এখন বর্তমান,
সংকটের বন্ধনে আছে আবদ্ধ।

মানব জীবনের সম্মুখে সংকটকাল-
জীবন্ত মানুষ ঘুরে বেড়ায় মৃত্যুর দরবারে,
গোপন পথেও চলছে প্রতারণা,
হারিয়ে ফেলছে সভ্যতার অঙ্গীকার।
মানুষের পরিচয় দিতে কষ্ট হয়-
নব প্রজন্মের কাছে,
বারেবারে প্রশ্নের মুখোমুখি হতে হয়।

মানবিকতা এখন ক্ষতবিক্ষত,
কারাবন্দি অবস্থায় জানা নেই তার গন্তব্যস্থল,
ঠায় দাঁড়িয়ে তাই দিন গোনে মুক্তির।
তবে, মুক্তি কি পাবে মনে সংশয় জাগে।