দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী যথাক্রমে ডাঃ সুভাষ সরকার এবং সৌমিত্র খাঁ-য়ের সমর্থনে‘ আজ বিষ্ণুপুরের নিকুঞ্জপুরে সভায় বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি।

0
55

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  আগামী ২৫ শে মে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোট ।বাঁকুড়া জেলায় রয়েছে দুই লোকসভা কেন্দ্র বাঁকুড়া ও বিষ্ণুপুর । এই দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী যথাক্রমে ডাঃ সুভাষ সরকার এবং সৌমিত্র খাঁ-য়ের সমর্থনে‘ আজ বিষ্ণুপুরের নিকুঞ্জপুরে সভায় বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। এদিন সভা মঞ্চ থেকে বেশ কিছু প্রতিশ্রুতি দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।জনসাধারণের উদ্দেশে তিনি বলেন , “বিকশিত ও আত্মনির্ভর ভারতের জন্য আমি আপনাদের আশীর্বাদ নিতে এসেছি কোনো রকম ভোট চাইতে আসিনি।’ তিনি আরও বলেন “দেশের সংবিধান ধ্বংস করতে চাইছে ইন্ডিয়া জোট।ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চায় ইন্ডিয়া জোট, ‘মা-মাটি-মানুষকে রক্ষার কথা বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল, কিন্তু মা-মাটি-মানুষের অধিকার লুঠ করেছে তৃণমূল।তোলাবাজি আর চুরিই তৃণমূলের নীতি।বাংলায় যেখনে সরস্বতী পুজো হয় সেখান শিক্ষা নিয়েও চুরি করেছে তৃণমূল সরকার।তৃণমূল নেতারা এত্ত দুর্নীতি করেছে আমি আমার গোটা জীবনের এত টাকা কোনো দিনও চোখে দেখিনি।সন্দেশখালির মূল অপরাধীদের ঢাকতে নিরীহ মহিলাদের হেনস্থা করছে তৃণমূল সরকার।” তিনি জোর গলায় বলেন ,” দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেব না’, ‘৪ জুনের পর নতুন সরকার গঠনের পর কড়া পদক্ষেপ’, ‘৪ জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস ও পাওয়া যায় মোদীর গলায়।