বাড়ি বাড়ি দেওয়া হয়েছে জলের লাইন, কিন্তু দীর্ঘ এক বছর ধরে তারা জলের পরিষেবা পান না।

0
40

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:-  বাড়ি বাড়ি দেওয়া হয়েছে জলের লাইন, কিন্তু দীর্ঘ এক বছর ধরে তারা জলের পরিষেবা পান না। গরমের মধ্যেই তীব্র জল কষ্টে ভুগছে শতাধিক পরিবার। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানিয়ে কোন লাভ হয়নি। এবার জল সরবরাহ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করল একাধিক মহিলা। তাদের দাবি, অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে না হলে আগামী দিনে বড়সড় আন্দোলনের পথে নামবে তারা। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকায়। জানা যায় বেশ কয়েক বছর আগে বাহাদুরপুর এলাকায় একটি পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করা হয়। বেশ কয়েক বছর কেটে গেল এখনো সঠিকভাবে জলের পরিষেবা পাননা এলাকাবাসী। অভিযোগ ওঠে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এই প্রকল্পের কাজ শুরু করা হয়। মূলত এই জল প্রকল্পে যতগুলি বাড়ির পরিষেবা পাওয়ার কথা তার থেকেও বেশি বাড়িতে জলের লাইন দেওয়া হয়েছে। যার কারনে জলপরিসেবা দিতে গিয়ে মাঝেমধ্যেই বিকল হয়ে যায় মেশিন। এলাকাবাসীর অভিযোগ তারা বেশ কয়েক বছর আগেই এই পানীয় জলের লাইন বাড়িতে পেলেও কিন্তু জল পান না তারা। জল আনতে পাশের পাড়ায় যেতে হয় তাদের। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককেও জানানো হয়েছে। তাদের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি মিলেছে। কিন্তু বাস্তবে কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন জল প্রকল্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। তাদের দাবি অবিলম্বে যাতে বাড়িতে জলপরিসেবা পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। এ বিষয়ে বিক্ষোভকারীদের তরফ থেকে জল সরবরাহ অপরোটারকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয় পাশাপাশি ব্লক উন্নয়ন আধিকারিককেও একটি লিখিত অভিযোগ জমা দেয় তারা।