মানবিক মুখ্যমন্ত্রী, মাঝপথে বক্তব্য বন্ধ করে সভায় আসা অসুস্থ কর্মীর দিকে জল এগিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

0
43

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  গতকাল বিষ্ণুপুরে সুজাতা মন্ডল এর প্রচার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝেই অসুস্থ হয়ে পড়েন এক কর্মী, জটলার মাঝে গুঞ্জন দেখে বক্তব্য থামান মুখ্যমন্ত্রী , খোঁজ নেন কি হয়েছে তারপর জানতে পারেন অতিরিক্ত গরমের জন্য মাথা ঘুরে গেছে , তিনি অসুস্থ বোধ করছেন, তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণা- এখনি ওনাকে হসপিটাল নিয়ে যান, প্রয়োজনে আমার গাড়িতেই নিয়ে যান, ওনার চিকিৎসা করান, পরে দলের নেতৃত্বদের বলেন- ওনার বাড়ি তে খোঁজখবর রাখবেন উনি শারীরিকভাবে সুস্থ আছে কিনা এবং প্রয়োজনের চিকিৎসার ব্যবস্থা করবেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিকতায় মুগ্ধ উপস্থিত সর্বস্তরের নেতৃত্ব থেকে হাজার হাজার কর্মী সমর্থক এবং শ্রোতা।
মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটি আবেগ আর সেই আবেগ মানুষের মধ্যে ফুটে ওঠে রোদ বৃষ্টি ঝড়েও ।
প্রচন্ড গরম উপেক্ষা করে হাজার হাজার কর্মী সমার্থক তাই আজ ছুটে এসেছিলেন বিষ্ণুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে আর হাজার হাজার জনতার মাঝে ছোট্ট একটি জটলা সেটাও নজর এড়াইনি মুখ্যমন্ত্রীর আর এটাই তার দলের কর্মী সমর্থক থেকে আপামর জনতার প্রতি ভালোবাসা।