অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত রামলালার দ্বিতীয় রূপ দেখা গেল পুরাতন মালদা শহরের গম্ভীরায়।

0
54

নিজস্ব সংবাদদাতা, মালদা—অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত রামলালার দ্বিতীয় রূপ দেখা গেল পুরাতন মালদা শহরের গম্ভীরায়। খুদে গম্ভীরা শিল্পী অঙ্কিতা চক্রবর্তী, রামলালার সাজে
ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম প্রশংসা কুড়াচ্ছে বিভিন্ন নেট মাধ্যমে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর মালদা শহরের বাড়লো গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা চক্রবর্তী রামলালা সেজে জেলায় হইচই ফেলে দিয়েছে। প্রসঙ্গত, পুরাতন মালদা শহরে প্রতি বছরই গম্ভীরা উৎসব হয় বৈশাখ মাসের শেষে। মূল উৎসব ২৮ থেকে ৩১ শে বৈশাখ চললেও উৎসবের রেসপ্রায় এক মাস ধরে থাকে। সে উৎসবে সামিল হতে রামলালা থিম নজর কাড়ে খুদে বই পড়বা। গম্ভিরা শিল্পী অঙ্কিতা নিজেই রামলালর ছদ্দবেশ ধারণ করতে চেয়েছিল। তার কথায় পরিবারের সায় দেন মা দুর্গা চক্রবর্তী এবং বাবা অনুপ কুমার চক্রবর্তী। রামলালার কাঠামো সহ দশ অবতার দেখানোর জন্য তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। ক্ষুদে ওই গম্ভীরা শিল্পীর জন্য তার আর্টের শিক্ষক অভিজত গুপ্ত দিন রাত এক করে দেন। প্রায় ১২ দিনের প্রস্তুতিতে বিভিন্ন থার্মোকল প্লাইউড, ইউব রং উপকরণ দিয়ে হুবহু রামলালা রুপ দেওয়া হয় অঙ্কিতাকে।সেই অঙ্কিতার রামলালার রূপে ছবি ভাইরাল।