আশেক মালদা জেলা কমিটির পক্ষ থেকে পাকুয়াহাট ডিগ্রী কলেজে ডেপুটেশন শিক্ষাবর্ষে আদিবাসী অল চিকি ভাষার দাবিতে।

0
35

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —আশেক মালদা জেলা কমিটির পক্ষ থেকে পাকুয়াহাট ডিগ্রী কলেজে ডেপুটেশন শিক্ষাবর্ষে আদিবাসী অল চিকি ভাষার দাবিতে।এবার মালদা জেলাতেই সাঁওতালি ভাষায় অনার্স করতে পারবেন সেই আসাই পড়ুয়ারা গত বছর, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যলায়ের অধিনে পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি হয় প্রায় ৩০ জন ছাত্র ছাত্রী ৷ উত্তরবঙ্গে প্রথম মালদা জেলাতেই সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু হচ্ছে ৷ রাজ্য সরকারের সিদ্ধান্ত খুশির হাওয়া ছড়িয়ে দিয়েছে জেলার আদিবাসী সমাজে।শুধু আদিবাসী সমাজই নয়, গোটা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে এই খবর গর্বের।আর এখন প্রথম বর্ষের পরীক্ষা না দিতে পেরে চিন্তায় পড়েছে আদিবাসী সম্প্রদায়ের ছাত্র ছাত্রীরা।”পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় অনার্স প্রথম সেমিস্টার আদিবাসী ভাষার কোন শিক্ষক নিয়োগ না হওয়ায় সমস্যা মুখে পড়লো ছাত্রছাত্রীরা। পাকুয়াহাট ডিগ্রী কলেজ এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তারা অন্য বিষয়ের পরীক্ষা দিতে পারবেন আদিবাসী ভাষায় পরীক্ষা দিতে পারবেন না প্রথম সেমিস্টারের। আগামী বছর দ্বিতীয় সেমিস্টারের আদিবাসী ভাষাই পরীক্ষা দেওয়া যাবে আশেক মালদা জেলা কমিটির পক্ষ থেকে পাকুয়াহাট ডিগ্রী কলেজে ডেপুটেশন দিলেন আদিবাসী ভাষা তথা অল চিকি ভাষার শিক্ষকের দাবিতে এদিন একটি স্মারকলিপি তুলে দিলেন কলেজ কর্তৃপক্ষ হাতে।তাদের চারটি দাবি জানিয়ে স্মারকলিপি তুলে দেন দাবিতে লেখা ছিল অতি শীঘ্রই পাকুহাট ডিগ্রী কলেজে সাঁওতালি বিভাগে অন্য সময়ের জন্য অধ্যাপক নিয়োগ করতে হবে, অতি শীঘ্রই সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে নয়তো অন্য বিভাগের পঠন-পাঠন বন্ধ করতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা বন্দোবস্ত করতে হবে, সমস্ত সেমিষ্টারে মূল্যায়ন পত্র সাঁওতালি ভাষায় তথা অলচিকি হরফে করতে হবে এই দাবি জানিয়ে এদিন পাকুহাট ডিগ্রী কলেজে কলেজ কর্তৃক পক্ষের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।