বালুরঘাট শহরের জাতীয় সড়কে ঘুরছে নীলগাই।

0
34

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বর্তমানে নীলগাই বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। রবিবার ভোররাতে বালুরঘাট শহরের জাতীয় সড়কে ঘুরছে নীলগাই। এমনটা নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন ভোররাতে বালুরঘাট শহরের পাওয়ার হাউস এলাকায় এই নীলগাই দেখতে পান কয়েকজন। কিছু পর সেই নীলগাই শহরের গলিতে ঢুকে যায়। এরপর আর তার খোঁজ মেলেনি। এদিকে অনেকের দাবি এটি হরিণ ছিল। যদিও বালুরঘাট বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রাতে যে প্রাণীটি দেখা গেছে শহরে তার ছবি দেখে পরিষ্কার এটি নীল গাই। এদিকে বনদপ্তর বিষয়টি জানতে পেরে রবিবার সকাল ১০ টা থেকে বালুরঘাট শহর ও শহর সংলগ্ন বিভিন্ন জঙ্গলে খোঁজ চালাচ্ছেন বনকর্মীরা। তবে এখন পর্যন্ত খোঁজ মেলেনি নীল গাইয়ের৷