ভারতের পতাকা নিয়ে দক্ষিণ দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্তে সাইকেল র‍্যালি করল বিএসএফ।

0
31

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: – ভারতের পতাকা নিয়ে দক্ষিণ দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্তে সাইকেল র‍্যালি করল বিএসএফ। রবিবার সকালে বিএসএফ-এর ৬১নং ব্যাটেলিয়নের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত থেকে এই সাইকেল র‍্যালি শুরু হয়ে সাইকেল র‍্যালিটি সীমান্ত এলাকার ১৫ কিলোমিটার পথ পরিক্রমা করে। সাইকেল র‍্যালিটিতে বিএসএফ জওয়ানদের পাশাপাশি প্রায় ৩০ জন সাধারণ নাগরিক অংশগ্রহণ করে। বিএসএফ সূত্রে জানা গেছে মেরা জীবন প্রবর্ধন কর্মসূচী পালনের উদ্দেশ্যে এদিন এই সাইকেল র‍্যালিটি অনুষ্ঠিত হয়।
বিএসএফ সূত্রে এও জানা গেছে পরিবেশ বান্ধব অভ্যাসের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরী এবং পরিবেশ রক্ষা ও সংরক্ষণের বার্তা প্রদানের উদ্দেশ্যে এই সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছিল। উল্লেখ যে বিএসএফ-এর এই সাইকেল র‍্যালি ঘিরে সীমান্তের বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।