মহা সমারোহে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ফুটবল মাঠ এলাকায় শুরু হল শ্রী শ্রী বিষ্ণুপুরণ ও গীতাপাঠ অনুষ্ঠান।

0
47

নিজস্ব সংবাদদাতা, , আলিপুরদুয়ার:- মহা সমারোহে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ফুটবল মাঠ এলাকায় শুরু হল শ্রী শ্রী বিষ্ণুপুরণ ও গীতাপাঠ অনুষ্ঠান। তিন দিন ধরে চলবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো রবিবার। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ঘাসি লাইন ধর্ম রক্ষক কমিটির উদ্যোগে সংশ্লিষ্ট চা বাগানের ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের সূচনা হল এদিন দুপুরে। ওই অনুষ্ঠান উপলক্ষে এদিন একটি বর্ণাঢ্য কলস যাত্রা বের করা হয়। ওই বর্ণাঢ্য কলস যাত্রাটি তাসাটি চা বাগানের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বীরকিটি নদী থেকে জল নিয়ে ফের তাসাটি চা বাগানের ফুটবল মাঠে এসে শেষ হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, ‘মানুষের জীবনকে কল্যাণময় করে তোলার জন্য এই শ্রী শ্রী বিষ্ণুপুরণ ও গীতাপাঠ অনুষ্ঠানের পালন হয়ে থাকে নিয়ম নীতি মেনে। এ বছরও তার অন্যথা হবে না। ১৯ শে মে থেকে আগামী ২১ শে মে পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।স্থানীয় অঞ্চল থেকে প্রায় হাজার খানেক মানুষের জনসমাগম হবে এই অনুষ্ঠানে বলে জানিয়েছে উদ্যোক্তারা।