নিজস্ব প্রতিবেদন,খড়গপুরঃ- ১৯ মে সন্ধ্যায় খড়গপুর শহরের খড়িদায় তৃণমূল কংগ্রেস ২২ নম্বর ওয়ার্ড কমিটি আয়োজন করে জুন মালিয়ার সমর্থনে পথসভা। এই পথসভায় উপস্থিত ছিলেন ওয়েবকুপার বেশ কয়েকজন রাজ্য নেতৃত্ব ও স্থানীয় অধ্যাপক ও শিক্ষকরা। পথসভায় বক্তব্য রাখেন ওয়েবকুপার অধ্যাপক পলাশ বন্দোপাধ্যায়, রাজ্য কমিটির সহযোগী সম্পাদক ও ওয়েবকুপা রাজ্য নির্বাচন কমিটির সদস্য অধ্যাপক মহীতোষ গায়েন, এই দুই অধ্যাপক তাদের আগুন ঝরানো বক্তব্যে বিজেপিকে উৎখাত ও তৃণমূলের বিজয় যে আসন্ন তা তুলে ধরেন ,দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তার নেতৃত্বে দিল্লিতে ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসীন হওয়ার ইঙ্গিতও তারা দেন। উপস্থিত প্রায় একহাজার কর্মী, সমর্থক ও পথচারীরা তাঁদের বক্তব্যে উল্লাসে ফেটে পড়েন।যা প্রমাণ করে জুন মালিয়ার জয় শুধু সময়ের অপেক্ষা। এছাড়াও এই পথসভায় হিন্দীতে চমৎকার বক্তব্য রাখেন খড়গপুর শহরে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তরুণ তুর্কি নেতা সোনু সিং, বক্তব্য রাখেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা,খড়গপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ,খড়গপুর কলেজের ওয়েবকুপার অধ্যাপক উত্তম দাস এবং শিক্ষক অনুপমবাবু প্রমুখ । পথসভায় উপস্থিত ছিলেন ওয়েবকুপার রাজ্য জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মনোজিৎ মন্ডল ও অধ্যাপক মণিকান্ত পারিয়া। এদিনের খড়গপুরের রাত যেন ছিলো মমতাময় । দিলীপ ঘোষের দুর্গে জোড়া ফুল যে ফুটছে মালিয়ার হাত ধরে মেদিনীপুরবাসী তার প্রহর গুনছে।