রীতিমত পুলিশ প্রশাসনকে কে বুরোআঙুল দেখিয়ে মৃত্যুকে ভয় না করে আবারও দেদারে চলছে রীতিমতো ফটো শুট।

0
60

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  সম্প্রতি দুর্ঘটনার পরেও শিক্ষা নেয়নি সংস্কৃতির শহর বালুরঘাট। রীতিমত পুলিশ প্রশাসনকে কে বুরোআঙুল দেখিয়ে মৃত্যুকে ভয় না করে আবারও দেদারে চলছে রীতিমতো ফটো শুট। সম্প্রতি কিছু মাস আগে ড্যামে নেমে প্রাণ হারায় এক স্কুল পড়ুয়া। নড়ে চড়ে বসেছিল প্রশাসন, লাগানো হয় বিপদজনক পোস্টার, রীতিমতো বন্ধ করে দেওয়া হয় ড্যামে নামা। তবে হাতে গুণে কিছু দিন বন্ধ থাকেলেও আবারও আমাদের ক্যামেরায় ধরা পড়লো আত্রায় ড্যামে উঠে চলছে ঝুঁকিপূর্ণভাবে ফটোশুট। পুলিশি নিষেধাজ্ঞা জারি থাকলেও বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে ফটোশুট। দক্ষিণ দিনাজপুর জেলায় নির্মাণ হয়েছে আত্রেয়ী নদীর বুকে নয়া আত্রেয়ী ড্যাম। প্রসঙ্গত জানুয়ারি মাসে ৩১ এ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলায় জেলা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ উদ্বোধন করেন এই ড্যাম। এই ড্যাম নিমান কে কেন্দ্র করে আগে থেকেই রীতিমতো উৎসাহ উদ্দীপনা ছিলো জেলা তথা বালুরঘাটবাসির। নিমান হওয়ার সময় থেকেই এই ড্যাম এক ফটো শুট করার প্রতিষ্ট জায়গা হয়েওঠে পাশাপাশি ওয়াটার পার্ক ভেবে চলে স্নান প্রক্রিয়া। তবে এই ড্যামে ফটো শুটকে কেন্দ্র করে বহু দুর্ঘটনা ঘটে গেছে। নদীর স্রোতের মতো বয়ে গেছে দিন, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বহু নিরীহ যুবক। এদিন আমাদের ক্যামেরায় ধরা পড়লো আবারও একই চিত্র! যে কোনো সময় আবারও ঘটে যাবে দুর্ঘটনা। ড্যামের ওপর কার্যত চলছে আবারও ফটোশুট। কবে ফিরবে গ্যান জেলা বাসির, সেই দিকে তাকিয়ে এখন সবাই। প্রশাসন করা ভাবে পদক্ষেপ নিক সেই দাবি জানাচ্ছে জেলা বাসি থেকে শুরু করে স্বেচ্ছা সেবককেরা।