লোকসভা নির্বাচনে হাওড়ায় বিক্ষিপ্ত গন্ডগোলের মধ্যে দিয়ে মিটল পঞ্চম দফার ভোট পর্ব ।

0
45

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : –  লোকসভা নির্বাচনে হাওড়ায় বিক্ষিপ্ত গন্ডগোলের মধ্যে দিয়ে মিটল পঞ্চম দফার ভোট পর্ব । লোকসভার নির্বাচনে ডোমজুড় বিধানসভার অন্তর্গত নতিবপুর শেখপাড়া এক নম্বর পঞ্চায়েত এলাকায় সিপিআইএম কর্মীদের হুমকি, ভোটার স্লিপ ছিড়ে নেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে । শুধু তাই না সেখানকার সিপিআইএম কর্মীদের অভিযোগ  ভোটারদের লক্ষ্য করে ইটবৃষ্টি করা হল। আর তা  ঘিরে উত্তেজনা। সোমবার  সকালে ডোমজুড় থানা এলাকার  কোলোড়া শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৭১ নম্বর বুথ এলাকায়  এই ঘটনা ঘটে। গোটা এলাকায় উত্তেজনায় ছড়িয়ে পড়ে। সূত্রের খবর এলাকার সিপিএম কর্মীদের রবিবার রাত  থেকেই নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সোমবার  সকালে সিপিএম সমর্থকরা যখন ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে যান তখন তৃণমূল কর্মীদের সাথে প্রথমে বচসা হয়। তারপর তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপরই সিপিএম সমর্থকদের দিকে বহুতল বাড়ি থেকে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিপিআইএম কর্মীরা জানান এই ঘটনার জন্য অনেকে ভোট দিতে যেতে প্রথমে ভয় পান। ভোটার স্লিপ ছিড়ে দেওয়ার জন্য তাঁরা ভোট দিতে পারছেন না প্রথমে। তবে পরে ভোট দেন বেশ কিছুজন।  দক্ষিণ কোরোলার পনেরো জন ছেলে এসে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ সিপিআইএম কর্মীদের ।  এমনি আগামী ৪ জুন পর্যন্ত হুমকি দেওয়া হবে বলে তাঁরা অভিযোগ করেন। তবে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কারোর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।জগৎবল্লভপুর বিধানসভার দক্ষিণ সন্তোষপুর মিদ্যাপাড়ায় আইএসএফ ক্যাম্প ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় ক্যাম্পের টেবিল চেয়ার। উল্টে ফেলে দেওয়া হয় সমস্ত কাগজপত্র। বেশ কয়েকজন আইএসএফ কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে তৃণমূলের দাবি, ওই ক্যাম্প অফিসে সিপিএম এবং আইএসএফ একসঙ্গে বসেছিল। তাদের মধ্যে হঠাৎ বচসা শুরু হয়। নিজেদের মধ্যে মারামারি করে তৃণমূলের নামে দোষ দিচ্ছেন। উল্টে তৃণমূল কর্মীরা আইএসএফ এজেন্টদের বুথের ভিতর বসতে সাহায্য করছে। প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : ( লোকসভা নির্বাচনে হাওড়ায় বিক্ষিপ্ত গন্ডগোলের মধ্যে দিয়ে মিলল ভোট পর্ব ) লোকসভার নির্বাচনে ডোমজুড় বিধানসভার অন্তর্গত নতিবপুর শেখপাড়া এক নম্বর পঞ্চায়েত এলাকায় সিপিআইএম কর্মীদের হুমকি, ভোটার স্লিপ ছিড়ে নেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে । শুধু তাই না সেখানকার সিপিআইএম কর্মীদের অভিযোগ  ভোটারদের লক্ষ্য করে ইটবৃষ্টি করা হল। আর তা  ঘিরে উত্তেজনা। সোমবার  সকালে ডোমজুড় থানা এলাকার  কোলোড়া শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৭১ নম্বর বুথ এলাকায়  এই ঘটনা ঘটে। গোটা এলাকায় উত্তেজনায় ছড়িয়ে পড়ে। সূত্রের খবর এলাকার সিপিএম কর্মীদের রবিবার রাত  থেকেই নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সোমবার  সকালে সিপিএম সমর্থকরা যখন ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে যান তখন তৃণমূল কর্মীদের সাথে প্রথমে বচসা হয়। তারপর তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপরই সিপিএম সমর্থকদের দিকে বহুতল বাড়ি থেকে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিপিআইএম কর্মীরা জানান এই ঘ ।  এমনি আগামী ৪ জুন পর্যন্ত হুমকি দেওয়া হবে বলে তাঁরা অভিযোগ করেন। তবে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কারোর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।জগৎবল্লভপুর বিধানসভার দক্ষিণ সন্তোষপুর মিদ্যাপাড়ায় আইএসএফ ক্যাম্প ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় ক্যাম্পের টেবিল চেয়ার। উল্টে ফেলে দেওয়া হয় সমস্ত কাগজপত্র। বেশ কয়েকজন আইএসএফ কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে তৃণমূলের দাবি, ওই ক্যাম্প অফিসে সিপিএম এবং আইএসএফ একসঙ্গে বসেছিল। তাদের মধ্যে হঠাৎ বচসা শুরু হয়। নিজেদের মধ্যে মারামারি করে তৃণমূলের নামে দোষ দিচ্ছেন। উল্টে তৃণমূল কর্মীরা আইএসএফ এজেন্টদের বুথের ভিতর বসতে সাহায্য করছে। অপরদিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়া ডোমজুড় দেবী পাড়াতে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর কে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় । টেবিল চেয়ার ভাঙচুর, বাইক ফেলে দেওয়ার মতন ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উচিয়ে দুদলের সমর্থকদের দিকে তেড়ে যেতে হয় পুলিশকে। তৃণমূল এবং বিজেপির বেশ কয়েকজন সমর্থককে আটক করা হয়েছে। মোটের উপর বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলো হাওড়ায়। এখন দেখার আগামী ৪ জুন কোন প্রার্থীর ভাগ্য ফেরে সে দিকে তাকিয়ে আপামোর হাওড়াবাসী।