শতাব্দী প্রাচীন আইহো হাট,যার অবস্থা এখন অস্তিত্ব সংকটে ধুঁকছে।

0
30

নিজস্ব সংবাদদাতা, মালদা— শতাব্দী প্রাচীন আইহো হাট,যার অবস্থা এখন অস্তিত্ব সংকটে ধুঁকছে।ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে হবিবপুর ব্লকের আইহো হাট বহু পুরনো এই হাট সপ্তাহে একদিন রবিবার বসে। এক সময় এইহাট জমজমাট ছিল ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় ছোট বড় হাট বাজার তৈরি হওয়াতে মুখ থুবড়ে পড়েছে আইহো হাট,শতাব্দী প্রাচীন আইহো হাট।আইহো হাটে আশা ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই মন ভার। তারা জানান এক সময় বহুদূরান্ত থেকে এই হাটে ক্রেতা থেকে বিক্রেতা আসতেন, শনিবার রাত্রে গরুর গাড়ি নিয়ে এই হেঁটে আসতেন সারাদিন রান্নাবান্না করে খেয়ে হাটে কেনাবেচা করে পরের দিন ভোরবেলা বেরিয়ে যেতেন লম্বা লাইন পড়তো গরুর গাড়ি।যেমন জাজইল, নিমবাড়ি, কানর্তুরকা, সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা এই হাটে আসতেন অন্যদিকে কালিয়াচক, সুজাপুর রায়পুর পুরাতন মালদা থেকেও আসতেন এই হাঁটে,জমিদার আমল থেকেই এই হাতের দেখাশোনা করতেন তাদের বংশধর ইতিমধ্যেই সেই হাট এখন চলে গিয়েছে ওয়াকফ বোর্ডের হাতে। এছাড়াও আস্তে আস্তে দিনের সাথে সাথে হাটের অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে এই নিয়ে সকলে চিন্তিত রয়েছে হয়তো কোন একদিন হাঁট আর থাকবে না।এই হাটে ধান, গম, পাট সহ কাঁসা -পিতল, গরু, ছাগল হাঁস মুরগি সবই বিক্রি হতো একসময়, এখন আর সেইসব নেই বললেই চলে।