হ্যামিল্টমগঞ্জ হাটে হাট শেড নির্মাণ কাজ চলছে কিন্ত হাটে নেই কোনো প্রকল্পের বোর্ড এই নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

0
50

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হ্যামিল্টমগঞ্জ হাটে হাট শেড নির্মাণ কাজ চলছে কিন্ত হাটে নেই কোনো প্রকল্পের বোর্ড এই নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে জানান হ্যামিল্টণগঞ্জ হাট ব্যবসায়ী সমিতির সভাপতি। ইউরোপীয়ন সাহেবদের হাত ধরে তৈরি হয়েছিল এই হাট। কালচিনি ও আশেপাশে এলাকার চা বলয়ের শ্রমিকরা যাহাতে নিজেদের রসদ জোগার করতে পারে সেজন্য এই সাপ্তাহিক হাট তৈরি হয়েছিল। আলিপুরদুয়ার জেলাপরিষদ নিয়ন্ত্রিত এই হ্যামিল্টণগঞ্জ হাটে কয়েক বছর পূর্বে মার্কেট কমপ্লেক্স হবে উত্তরবঙ্গ উন্নয়ণ দফতর থেকে বলে বোর্ড বসেছিল এমনকি হাটের গাছ কাটা হয়েছিল কিন্ত পড়ে আর কমপ্লেক্স হয়নি। সম্প্রতি কয়েকমাস পূর্বে পূনরায় এন বি ডি ডি থেকে কাজ শুরু হয় হাট শেড নির্মাণের দ্রুত গতিতে কাজ চলছে কিন্ত কোনো প্রকল্পের বোর্ড বসেনি। হাট ব্যবসায়ী সমিতির সভাপতি নারায়ণ সাহা জানান, কাজ ভালো হচ্ছে কিন্ত আমরা জানিনা কত টাকার কাজ কি কাজ কিছুই জানিনা কোনো বোর্ড বসেনি প্রকল্পের। কেন প্রকল্পের বোর্ড বসেনি এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এলাকায় গিয়ে শত চেষ্টা করার পরও নির্মাণকারী সংস্থার কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।