ডেঙ্গু নিয়ে উদ্বেগ আলিপুরদুয়ারে, উদ্বিগ্ন জেলা প্রশাসনের বৈঠক।

0
39

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ডেঙ্গু নিয়ে উদ্বেগ আলিপুরদুয়ারে। উদ্বিগ্ন জেলা প্রশাসনের বৈঠক। গতবারের তুলনায় দ্বিগুন ডেঙ্গু আক্রান্ত জেলায়। জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত ৭২। সব থেকে বেশি কালচিনিতে। এখানে ডেঙ্গু আক্রান্ত ৫৭।জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগ জনক হারে বাড়ছে। এখন পর্যন্ত এই বছর জেলায় ৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৭ জনই কালচিনি ব্লকের বাসিন্দা। গত বছর এই সময় জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৩৫ এর কম। ফলে গতবারের তুলনায় এবার দ্বিগুন হারে মানুষেরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। তবে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। মুলত অনাবৃষ্টি ও গরমকেই উচ্চ হারে ডেঙ্গু ছড়িয়ে পড়ার একটি কারণ বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর। ডেঙ্গু রোধে চা বাগান কর্তৃপক্ষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বাস্থ্য দপ্তরকে নিয়ে বৈঠক করে জেলা প্রশাসন। জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে এই বৈঠক হয়েছে। জেলা শাসক আর বিমলা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন ব্লকের বি ডি ও , স্বাস্থ্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বৈঠকের পরে জেলা শাসক আর বিমলা বলেন, “ এবছর ডেঙ্গু উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। আমরা ডেঙ্গু রোধে ব্যবস্থা নিচ্ছি। বিভিন্ন এলাকায় জমা জল পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। গোটা জেলায় ডেঙ্গুতে ৭২ জোন মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কালচিনিতে রয়েছে। ” জানা গিয়েছে, গত বছর জেলাতে মাদারিহাট ও ফালাকাটাতে সব থেকে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল। এবার কালচিনিতে ডেঙ্গুর সংখ্যা সব থেকে বেশি। তবে এত উচ্চ হারে ডেঙ্গু বাড়ার ফলে বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছে।